উইন্ডোজ "গড মোড" ব্যাবহার করে এক ফোল্ডারে সব সেটিংস

 উইন্ডোজ "গড মোড" ব্যাবহার করে এক ফোল্ডারে সব সেটিংস



 উইন্ডোজ "গড মোড" ব্যাবহার করে কিছু কাজ সহজ করে নিতে পারবেন! এক ফোল্ডারে উইন্ডোজ এর সকল সেটিংস্‌ পেয়ে যাবেন যদি "গড মোড" টা ব্যাবহার করেন। খুব সহজে "গড মোড" অন করতে, যেকোনো ফাইল ডিরেক্টরিতে যান, নিউ ফোল্ডার ক্রিয়েট করুন। এখন ফোল্ডার এর নাম পরিবর্তন করে এই কোড টি বসিয়ে দিনঃ

GodMode.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C} 

ফাইল ম্যানেজারের ট্যাব টি ক্লোজ করে দিন, এখন আবার ফাইল ম্যানেজারের ডিরেক্টরিতে যান, ফোল্ডারটি সেটিংস্‌ আইকনে পরিবর্তিত হবে। ডাবল ক্লিক করলেই সেটিংস্‌ এর ফোল্ডার ওপেন হয়ে যাবে।