WELCOME

💗স্বাগতম আপনাকে আমাদের ওয়েব পেইজে💗

জীবনে চলার পথে কেউ যদি আপনার সামান্যতম উপকারও করে থাকেন, তাহলে সেই সামান্যতম অবদানকেও শ্রদ্ধাভরে স্মরণ করুন এবং সেই মহত ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। উপকারী বন্ধুর উপকারকে ভুলে যাওয়া কিংবা অস্বীকার করা খুবই নিন্দনীয় একটি কাজ। সম্ভব হলে উপকারী ব্যক্তির দু:সময়ে তাকে সাহায্য করুন। এতে করে আপনার প্রতি উপকারকারী ব্যক্তির শ্রদ্ধাবোধ আরও বেড়ে যাবে। পরবর্তীতে উনি আপনার যে কোন সমস্যা ও প্রয়োজনে দ্বিগুন উৎসাহ এবং সহমর্মিতা নিয়ে আপনার উপকারে এগিয়ে আসবেন। আর উপকারী ব্যক্তির অপকার করা নিসন্দেহে অনেক গর্হিত পাপ। উপকারী ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও সাহায্যের মনোভাব আপনাকে ইতিবাচক মানুষে পরিনত করবে। আমরা জানি-মানুষ মানুষের জন্য। তবুও কেন জানি এই সত্যটি আমরা বারবার ভুলে যাই।