পৃথিবীর প্রথম ওয়েবসাইট কেমন ছিল

 


🤜 ৬ অগস্ট, ১৯৯১ সালে টিম বার্নার্স-লি ও তাঁর কোম্পানি নেক্সট কম্পিউটারের উদ্যোগে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রোজোক্টের অংশ হিসেবে ফ্রান্সের একটি অংশে চালু হয় বিশ্বের প্রথম ওয়েবসাইট। 🤜 সাইটটির অ্যাড্রেস ছিলঃ-
http://info.cern.ch/hypertext/WWW/TheProject.html
ওয়েবসাইটটিতে বর্ণনা করা হয়েছিল ওয়েব দুনিয়ার প্রাথমিক কিছু‌ বৈশিষ্ট্য আর দেওয়া হয়েছিল কীভাবে সার্ভার তৈরি করতে তার নির্দেশিকা। 🤜 সাইটটি যে শুধু এখনও চালু রয়েছে তা-ই নয়, মজার বিষয় হল, এখনও সাইটটিকে রেখে দেওয়া হয়েছে একেবারে তার প্রথম চেহারায়। ওয়েবসাইটটির ডিজাইন এর মতোই ওয়েবঅ্যাড্রেসটিও অপরিবর্তিত আছে।