Ms Access Most Shortcut
এখানে আমার প্রয়োজনীয় কমন কিছু টিপস এবং ট্রিক্স সেয়ার করেছি।
যেগুলো ব্যবহারের মাধ্যমে কাজের মান আরও বৃদ্ধি করা যাবে।
কারেন্সি ফরমেট চেইন্জ করার জন্য, ফরমেট অপশনে কাস্টম ভাবে টাইপ করতে হবে-
"৳."0 সেইবলটির স্থানে যেকোন টেক্সট বা সেইমবল ব্যবহার করা যাবে।
ডিফল্ট ভাবে আজকের ডেইট সেট করার জন্য - Default Value অপশনে টাইপ করতে হবে | date()
ডিফল্ট ভাবে বর্তমান টাইম সেট করার জন্য - Default Value অপশনে টাইপ করতে হবে | time()
ডিফল্ট ভাবে আজকের ডেইট টাইম সেট করার জন্য - Default Value অপশনে টাইপ করতে হবে | now()
Post a Comment