Photoshop Drag & Drop Problem | ফটোশপ ড্রাগ এন্ড ড্রপ সমস্যা?
ফটোশপ ড্রাগ এন্ড ড্রপ সমস্যা?
তবে আরও অনেক সময় অনেক সফ্টওয়্যারে এই সমস্যা দেখা দিতে পারে।
আমি এখন এই সমস্যার একটি সহজ সমাধান দিব আশা রাখি আপনি এতে অনেকটায় উপকৃত হবেন।
প্রথমে Registry Editor ওপেন করুন, কম্পিউটরের সার্চ বারে গিয়ে সার্চ করুন Registry Editor লিখে।
ওপেন হওয়ার পর কোন কথা না বলে এই কোডটি কপি করুন-
Computer\HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Policies\System
উপরের ছবিটা লক্ষ করুন---
EnableLUA তে ডবল ক্লিক করে ওপেন করুন,
Value Data 1 থাকলে 0 করে দিন
Value Data 0 থাকলে 1 করে দিন
OK বাটন প্রেস করে কম্পিউটার রিয়েস্টার্ট করুন।
এখন থেকে ড্রাগ এন্ড ড্রপ করে এনজয় করতে থাকুন।
আমাদের ইউটিউবে ফলো করুন RH Profile
Post a Comment