আবর্জনা পরিষ্কার করে পিসিকে ৫০% ফাস্ট করে ফেলুন | Delete All Temporary Files & speed up Your PC

 


Delete All Temporary Files & speed up Your PC



আবর্জনা পরিষ্কার করে পিসিকে ৫০% ফাস্ট করে ফেলুন | Delete All Temporary Files & speed up Your PC
temp file cleaner windows 10, temp file cleaner windows 10 bangla

Windows Cleaner:
কম্পিউটার সবাই ব্যবহার করে কিন্তু কম্পিউটারের পরিপূর্ণ যত্ন কজন নিতে পারে ?
এই ভিডিওতে আমি কম্পিউটারের অপারেটিং সিস্টেম, এবং সফ্টওয়্যার জনিত ক্লিনারের বিষয় গুলো বিস্তারিত দেখানোর চেষ্টা করবো এর সাথে আরও কিছু সেটিংস দেখাবো যেগুলো করলে কম্পিউটারের পারফরমেন্স আরও অনেকটা বৃদ্ধি পাবে।
ভিডিওর ডিওরেশন একটু বড় হতে পারে।
বিষয় গুলো প্রপারলি বুঝার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে।

কম্পিউটার ব্যবহার করার সময় অসংখ্য টেম্পরারি ফাইল জমা হয়, যেগুলো কম্পিউটারের স্পেস কমিয়ে দেয়, কম্পিউটারে বিভিন্ন ইরর সৃষ্টি করার পাশাপাশি অসংখ্য সমস্যা তৈরী করে।
আমি ক্লিনারের বিষয় গুলো একের পর এক দেখানোর চেস্টা করছি---

প্রথমত আমরা খুবই বেসিক কিছু মেথড দেখব, এরপর কিছু এডভান্স মেথড দেখবো এবং সফ্টওয়্যার দিয়ে কিভাবে ক্লিন করা যায় সে বিষয় গুলোও দেখব।

« Run Command → temp
« Run Command → %temp%
« Run Command → prefetch
« Run Command → recent
« Run Command → tree
« Cmd Command → ipconfig/flushdns
« C:\Windows\SoftwareDistribution\Download = Delete All File
---------------------
« Local Disk C Propertise → Disk Cleanup এরপর Tools → Error Check এবং Optimize
« Settings → Storage
« Service Diseble
« ব্রাউজার হিস্টরি ক্লিন 

এবার আমরা দেখবো সফ্টওয়্যারদিয়ে কিভাবে খুব সহজেই টেম্পরারি ফাইল ক্লিন করা যায় এবং কম্পিউটারের আরও কিছু সমস্যার সমাধান নেওয়া যায়।
টেম্পরারি ফাইল ক্লিন করার জন্য বাজারে অসংখ্য সফ্টওয়্যার আছে যেমন সি ক্লিনার,জি ক্লিনার, আয়ুবিট এডভান্স সিস্টেম কেয়ার ইত্যাদি।
BoostSpeed 11


সফ্টওয়্যার ডাওনলোডঃ
All Cleaner
https://drive.google.com/file/d/1jUiLXDCW5tGY3rcnvvJ5YjcuhIk1BZ1p/view?usp=sharing

ATF-Cleaner
https://drive.google.com/file/d/1cZ6FC8pHPFB3YKyBKpJjYrzwvxFtqIMD/view?usp=sharing

« পারফরমেন্স বৃদ্ধি করতে-
« Power Options
« Task Manager → Startup
« সরাসরি সার্চ করবো system configuration লিখে অথবা Run Command → msconfig → service → hide all microsoft service
« Open Registry Editor/ Run Command → regedit↓
Computer\HKEY_CURRENT_USER\Control Panel\Mouse = MouseHoverTime (Valu 10) +++ 
Computer\HKEY_CURRENT_USER\Control Panel\Desktop = MenuShowDelay (Valu 10)
« advanced system settings

Please Subscribe :
https://bit.ly/2ViN3DT

●⚀◇-------------------------------------◇⚀●
আমরা সব সময় চেষ্টা করি নতুন ভাবে কিছু করার এবং আপনাদেরকে উপহার দেওয়ার।
এই চ্যানেলটিতে টেকনোলজি রিলেটেড ভিডিও আপলোড দেওয়া হয় প্রতিনিয়ত।
হতে পারে এই চ্যানেলটি সব থেকে বেষ্ট ও আপনার প্রিয় একটি চ্যানেল।